
এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। রোববার (২৯ জুন) মিয়ানমারের ইয়াঙ্গুনে থুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে র্যাংকিংয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিটার বাটলারের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। মাত্র ১০ মিনিটেই গোলের সূচনা করেন শামসুন্নাহার জুনিয়র। এরপর ১৫তম মিনিটে ঋতুপর্ণা চাকমার চমৎকার গোল দলের ব্যবধান দ্বিগুণ করে।
৪০তম মিনিটে তৃতীয় গোলটি করেন পোহাতি কিসকু। বিরতির ঠিক আগে অতিরিক্ত সময়ে জোড়া গোল করেন তহুরা খাতুন। ফলে প্রথমার্ধেই বাংলাদেশ ৫-০ ব্যবধানে এগিয়ে যায়।
দ্বিতীয়ার্ধে গোলের ধারাবাহিকতা বজায় রাখে বাংলাদেশ। ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন শামসুন্নাহার। আর ৭৫ মিনিটে মুনকি বর্মন স্কোরলাইন ৭-০ করেন।
উল্লেখযোগ্য বিষয় হলো, ফিফা র্যাংকিংয়ে বাহরাইন বাংলাদেশের চেয়ে ৩৬ ধাপ এগিয়ে। বাহরাইন রয়েছে ৯২তম স্থানে, আর বাংলাদেশ রয়েছে ১২৮তম স্থানে। তবে মাঠের খেলায় র্যাংকিংয়ের কোনো প্রভাবই পড়েনি, বরং পুরো ম্যাচজুড়ে আধিপত্য দেখিয়ে বড় জয় তুলে নেয় বাংলাদেশের মেয়েরা।