ইসরায়েলের বিশ্বকাপ বাছাইপর্বে অংশগ্রহণের বিরুদ্ধে ইতালিতে বিক্ষোভ

আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের অংশগ্রহণের প্রতিবাদে ইতালিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) ইতালির উদিনে শহরে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।

একই সময়ে বাছাইপর্বের খেলায় ইতালি ৩–০ গোলে পরাজিত করে ইসরায়েলকে। বিক্ষোভকারীরা স্লোগান দেন— “ফ্রিডম ফর প্যালেস্টাইন” এবং “শো ইসরায়েল দ্য রেড কার্ড” (ইসরায়েলকে লাল কার্ড দেখাও)।

বিক্ষোভকারীদের হাতে ছিল ফুটবল ম্যাচে নিয়মভঙ্গকারী খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দিতে ব্যবহৃত প্রতীকী লাল কার্ড।

সম্প্রতি ইতালির রোমসহ বিভিন্ন শহরেও ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে। যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছে ইতালির জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *