আন্তর্জাতিক মঞ্চে আনচেলত্তির অভিষেক, চিলির বিপক্ষে মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক | ৫ জুন ২০২৫
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ভিন্ন ভিন্ন ম্যাচে বৃহস্পতিবার (৬ জুন) মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এদিনই আন্তর্জাতিক ফুটবলে কোচ হিসেবে অভিষেক হতে যাচ্ছে ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে আনচেলত্তি শুরু করবেন তার নতুন অধ্যায়।

দীর্ঘদিনের নাটকীয়তা ও আলোচনা শেষে ব্রাজিলের ডাগআউটে দেখা যাচ্ছে আনচেলত্তিকে। এটাই প্রথমবার, যখন কোনো নন-ব্রাজিলিয়ান কোচকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দিলো সেলেসাওরা। ২০০২ সালের পর বিশ্বকাপ খরা কাটাতে এই অভিজ্ঞ কোচের কাঁধেই ভরসা রাখছে ব্রাজিল।

ইকুয়েডরের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৬ সদস্যের দলে দেখা গেছে আনচেলত্তির নিজস্ব কৌশলের ছাপ। তবে চোটের কারণে নেইমার ও রদ্রিগোকে রাখতে পারেননি তিনি। একই সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডের কারণে মাঠের বাইরে রয়েছেন রাফিনহা।

বর্তমানে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে ব্রাজিল। আনচেলত্তির অধীনে প্রথম ম্যাচে কেমন পারফরম্যান্স উপহার দেয় সেলেসাও, সেটিই এখন সবার নজরে।

অন্যদিকে, একই দিন চিলির বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। সাত মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরেছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। যদিও তার ম্যাচে খেলা এখনও নিশ্চিত নয়। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে দেশের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

মার্চে অনুষ্ঠিত দুই বাছাই ম্যাচে মেসি না থাকলেও বিশ্বকাপে খেলার যোগ্যতা ইতোমধ্যেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে এবার তিন নতুন মুখের দেখা মিলেছে। নিয়মিত খেলোয়াড়দের মধ্যে ছয়জন চোট ও নিষেধাজ্ঞার কারণে দলে নেই।

চিলির বিপক্ষে ম্যাচটি নতুনদের পরীক্ষা করার সুযোগ হিসেবেই দেখছেন স্কালোনি। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১০ জয় ও এক ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে বাছাইপর্বের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *