
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অলরাউন্ডার ও সাবেক অধিনায়ক সাকিব আল হাসান এবার নাম লেখালেন গ্লোবাল সুপার লিগে। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশভ মহারাজের পরিবর্তে সাকিবকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস। রোববার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পোস্টের মাধ্যমে। এই সিদ্ধান্তে আবারও প্রমাণিত হলো বিশ্বজুড়ে সাকিবের জনপ্রিয়তা ও কার্যকারিতা কতটা অপরিসীম।
এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে মোট পাঁচটি দল—বাংলাদেশের রংপুর রাইডার্স, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, সেন্ট্রাল স্ট্যাগ, হোবার্ট হারিকেনস এবং সাকিবের নতুন দল দুবাই ক্যাপিটালস। গায়ানাতে ১০ জুলাই থেকে শুরু হচ্ছে প্রতিযোগিতা, আর ফাইনাল হবে ১৮ জুলাই। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দুবাই ক্যাপিটালস ও সেন্ট্রাল স্ট্যাগ। এরই মধ্যে বাংলাদেশি দর্শকদের আগ্রহ তুঙ্গে, কারণ ১৬ জুলাই সাকিবের দুবাইয়ের বিপক্ষে মাঠে নামবে রংপুর রাইডার্স—বাংলাদেশি দর্শকদের জন্য এটি এক আবেগঘন লড়াই হয়ে উঠবে।
বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার অভিজ্ঞতায় অভিজ্ঞ সাকিব এবার গায়ানায় নিজেকে আবারও প্রমাণ করার মিশনে নামবেন। দুবাই ক্যাপিটালসের হয়ে তার অভিষেক ম্যাচেই সবার চোখ থাকবে তার পারফরম্যান্সে। আর রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ তো হয়ে উঠবে “সাকিব বনাম বাংলাদেশি দল” – যা বাড়তি উত্তেজনা এনে দেবে পুরো আসরে। সাকিবের অন্তর্ভুক্তি নিঃসন্দেহে দুবাইয়ের স্পিন শক্তিকে আরও সমৃদ্ধ করবে।