হামাস আবার শক্তিশালী — আইডিএফের ‘জয়’

ইসরায়েলি সেনাবাহিনীর দাবি অনুযায়ী গাজায় তারা হামাসকে প্রায় সম্পূর্ণভাবে নির্মূল করেছে। তবে অবসরপ্রাপ্ত ইসরায়েলি মেজর জেনারেল ইয়েজহাক ব্রিক সেই দাবির পুরোপুরি বিপরীত মত পোষণ করেছেন। রোববার (৬ জুলাই) ইসরায়েলের জনপ্রিয় সংবাদমাধ্যম Maariv-এ প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেন, হামাস আগের মতোই শক্তিশালী। তার মতে, যুদ্ধের শুরুতে হামাসের যে সামরিক সক্ষমতা ছিল, তারা এখন ফের সেই জায়গায় ফিরে গেছে। বর্তমানে হামাসের যোদ্ধার সংখ্যা প্রায় ৪০ হাজার, যা যুদ্ধের আগেও একই ছিল।


জেনারেল ব্রিকের দাবি অনুযায়ী, হামাসের বহু যোদ্ধা এখনো সুড়ঙ্গের গভীরে অবস্থান করে গেরিলা কৌশলে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তিনি লেখেন, “হামাস কখনোই একটি প্রথাগত সেনাবাহিনী ছিল না। তারা গেরিলা বাহিনী হিসেবে যুদ্ধ করে এবং এখনও তেমনভাবেই সংগঠিত রয়েছে।” তার মতে, এই কারণে ইসরায়েলের পক্ষে হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করা প্রায় অসম্ভব। তিনি আরও বলেন, “যুদ্ধের শুরুতে যেমন পরিস্থিতি ছিল, হামাসের তৎপরতা আবার সেভাবেই সক্রিয় হয়ে উঠেছে। এটা ইসরায়েলের জন্য একটি বিপজ্জনক বার্তা।”


জেনারেল ব্রিকের এই বক্তব্য ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) আনুষ্ঠানিক বিবৃতির সঙ্গে সাংঘর্ষিক। যেখানে সেনাপ্রধান দাবি করেন, হামাসের সামরিক কাঠামো ভেঙে দেওয়া হয়েছে এবং নেতৃবৃন্দ নিধন করা হয়েছে। তবে ব্রিকের বিশ্লেষণ বলছে, গাজায় হামাসের পুনর্গঠিত শক্তি ইসরায়েলের কৌশলগত ব্যর্থতার ইঙ্গিত দেয়। এই মন্তব্য ইসরায়েলি রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের জন্য এক বড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বাস্তবতা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *