
ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের হাতে থাকা শেষ ১৩ জন ইসরায়েলি বন্দিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় মুক্তিপ্রাপ্ত বন্দিদের নামও প্রকাশ করেছে। তারা হলেন—এলকানা বোহবট (৩৬), রম ব্রাসলাভস্কি (২১), নিমরোদ কোহেন (২০), অ্যারিয়েল কুনিও (২৮), ডেভিড কুনিও (৩৫), এভিয়াতার ডেভিড (২৪), ম্যাকসিম হারকিন (৩৭), আইতান হর্ন (৩৮), সেগেভ কালফন (২৭), বার কুপারস্টেইন (২৩), ইয়োসেফ হাইম ওহানা (২৫), আবিনাতান অর (৩২) এবং মাতান জানগাউকার (২৫)।
এর আগে, স্থানীয় সময় সকাল ৮টার দিকে প্রথম ধাপে সাতজন জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেন ইসরায়েলি কর্মকর্তারা। পরে তারা সবাই নিরাপদে ইসরায়েলে পৌঁছেছেন।
প্রথম দফায় মুক্তিপ্রাপ্ত সাতজন হলেন—গালি বারম্যান, জিভ বারম্যান, আইটান আব্রাহাম মোর, ওমরি মিরান, মাতান অ্যাঙ্গরেস্ট, আলোন আহেল এবং গাই গিলবোয়া-ডালাল।
ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সদ্য মুক্তি পাওয়া জিম্মিরা ইসরায়েল সীমান্ত অতিক্রম করেছেন এবং বর্তমানে দক্ষিণ ইসরায়েলের একটি প্রাথমিক অভ্যর্থনা কেন্দ্রে যাচ্ছেন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে তাদের পুনর্মিলন ঘটবে।
হামাস জানিয়েছে, তাদের হাতে থাকা সব জীবিত ইসরায়েলি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি নিহত বন্দিদের মরদেহ পরবর্তী সময়ে হস্তান্তর করা হবে বলেও সংগঠনটি নিশ্চিত করেছে।