হজ ২০২৫: আরাফার দিনে খুতবা দেবেন শায়খ সালেহ বিন হামিদ

মক্কা, ২৬ মে: ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হজ উপলক্ষে আরাফার দিনের ঐতিহাসিক খুতবা এ বছর প্রদান করবেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও সৌদি আরবের সিনিয়র স্কলার্স কাউন্সিলের সদস্য শায়খ ড. সালেহ বিন হামিদ।

রবিবার সৌদি আরবের ধর্মীয় বিষয়ক প্রেসিডেন্সি এক ঘোষণায় জানিয়েছে, কিং সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানের মাধ্যমে শায়খ সালেহকে ২০২৫ সালের হজে খতিব হিসেবে নিয়োগ দিয়েছেন।

সৌদি হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন (বৃহস্পতিবার) ২০২৫ সালের আরাফাহ দিবস হতে পারে। এদিন ১৪৪৬ হিজরি সনের ৯ জিলহজ পালন করা হবে। শায়খ সালেহ আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে হজের খুতবা প্রদান করবেন।

বৃহত্তর গুরুত্ব বহনকারী ঐতিহাসিক খুতবা

আরাফার দিন প্রদত্ত খুতবা হজের অন্যতম কেন্দ্রবিন্দু। এটি শুধু হজ পালনকারীদের জন্যই নয়, বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য দিকনির্দেশনামূলক বার্তা বহন করে। এই দিনেই হজের প্রধান আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়।

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) তাঁর বিদায় হজের সময় এই আরাফাতের ময়দানেই ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন, যা মুসলিম বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ আদর্শ হিসেবে বিবেচিত।

শায়খ সালেহ: জ্ঞান ও অভিজ্ঞতার প্রতীক

শায়খ সালেহ বিন হামিদ সৌদি আরবের অন্যতম শ্রদ্ধেয় আলেম, যিনি দীর্ঘদিন ধরে ইসলামি শিক্ষাদান, বিচার বিভাগে নেতৃত্ব এবং মসজিদুল হারামে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। তাঁর জ্ঞান ও হিকমাহ বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে শ্রদ্ধার সঙ্গে বিবেচিত হয়।

এ বছরের খুতবা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে বিশ্বের সর্বত্র মুসলিম সম্প্রদায় এর তাৎপর্য উপলব্ধি করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *