
হ্যানয়, ২৬ মে:
সম্প্রতি স্ত্রী ব্রিজিট ম্যাকরনের হাতে চড় খাওয়ার ঘটনাটি কোনো গুরুতর ঝগড়া নয়, বরং খুনসুটির ছলেই ঘটেছে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাকরন। সোমবার (২৬ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।
ঘটনাটি ঘটে ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে পৌঁছানোর মুহূর্তে। উড়োজাহাজ থেকে নামার সময় ক্যামেরার সামনে এক নারী, যিনি পরে প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে শনাক্ত হন, হঠাৎ করেই ম্যাকরনের গালে হালকা চপেটাঘাত করেন। মুহূর্তেই কিছুটা অপ্রস্তুত হয়ে ফের বিমানে ফিরে যান ম্যাকরন। পরে যখন দুজন একসাথে বের হয়ে আসেন, তখনই স্পষ্ট হয় এটি একটি ব্যক্তিগত ও স্বভাবসুলভ রসিকতা।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় আলোচনা ও ট্রল। অনেকেই বিষয়টিকে অবমাননাকর বা অস্বাভাবিক বললেও, প্রেসিডেন্ট নিজেই সেটিকে স্বাভাবিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছেন।
ম্যাকরন বলেন, “এটি কোনো বৈশ্বিক বিপর্যয় নয়। বরং একটি ব্যক্তিগত রসিকতার মুহূর্ত।”
পরবর্তীতে বিমান থেকে নেমে তিনি ক্যামেরার দিকে হাত নাড়েন এবং আশেপাশের কয়েকজনের সাথে করমর্দন করেন, যাতে করে পরিস্থিতিকে আরও হালকা করে উপস্থাপন করা যায়।