শিয়ালদহের হোস্টেলে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘বাংলাদেশি’ বলে রড-হকিস্টিক দিয়ে পিটুনি

ভারতের পশ্চিমবঙ্গের শিয়ালদহে অবস্থিত কারমাইকেল হোস্টেলের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। অভিযোগ অনুযায়ী, বুধবার (২০ আগস্ট) রাতে হোস্টেলের কয়েকজন শিক্ষার্থীকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দোকানিরা মারধর করে। এ সময় লোহার রড ও হকিস্টিক দিয়ে আঘাত করা হয় এবং ছুরি দিয়ে কোপানোর চেষ্টাও চালানো হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। হামলার শিকার শিক্ষার্থীরা সঙ্গে সঙ্গে মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা রাতে একটি দোকানে মোবাইল কভার কিনতে গিয়েছিলেন। পছন্দ না হওয়ায় তারা অন্য কভার দেখতে চাইলে দোকানিরা তাদের ভাষা শুনে ‘বাংলাদেশি’ ও ‘রোহিঙ্গা’ বলে কটূক্তি করে এবং দেশ থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এরপরই হামলার ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীদের উদ্ধারে গেলে হোস্টেলের আরও কয়েকজন ছাত্রকেও মারধর করা হয়। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ও সরব হয়েছে। যদিও হামলাটি ক্যাম্পাসের বাইরে ঘটেছে, তবুও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হোস্টেলের সুপার ও ছাত্র প্রতিনিধিদের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে বৈঠকে ডাকেন। রেজিস্ট্রারের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইতে পারে কর্তৃপক্ষ। প্রয়োজনে বিশ্ববিদ্যালয় আলাদাভাবে পুলিশের কাছেও অভিযোগ দাখিল করবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *