
ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও পাল্টাপাল্টি হামলা চালানোয় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৪ জুন) হোয়াইট হাউজ থেকে ন্যাটো সম্মেলনে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ বিষয়ে কঠোর মন্তব্য করেন। এ সময় উত্তেজিত ট্রাম্প একটি অশালীন শব্দও উচ্চারণ করেন, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রে চলে আসে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেন, “তারা আসলে জানেই না কী করছে। এত দিন ধরে যুদ্ধ করছে, এত ক্ষয়ক্ষতি করেছে যে নিজেরাই বুঝতে পারছে না তারা কী করছে। বুঝেছো?” মন্তব্য শেষে হঠাৎ করে একটি গালি উচ্চারণ করে তিনি সামনে হাঁটতে শুরু করেন।
এর আগে, নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “এইমাত্র যুদ্ধবিরতি কার্যকর হলো। কেউ যেন চুক্তি না ভাঙে।” সেখানে তিনি সরাসরি ইসরায়েলকে সতর্ক করে বলেন, “তোমরা যদি আবার বোমা ফেলো, তবে সেটা বড় ধরণের চুক্তিভঙ্গ। পাইলটদের বাড়ি ফিরিয়ে নাও।”
তবে চুক্তি কার্যকরের কয়েক ঘণ্টার মধ্যেই আবারও সংঘর্ষ শুরু হয়। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে অন্তত চারজন নিহত হয়। এর পাল্টা জবাবে ইসরায়েল বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন স্থাপনায়। যুদ্ধবিরতি ভঙ্গের এ পরিস্থিতি মধ্যপ্রাচ্যের অস্থিরতা আরও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।