যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও বিমান ক্রয়ের পরিকল্পনা স্থগিত করেছে ভারত

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র ও বোয়িং বিমান কেনার পরিকল্পনা স্থগিত করেছে ভারত। একইসঙ্গে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের আসন্ন ওয়াশিংটন সফরও বাতিল করেছে দেশটি। শুক্রবার (৮ আগস্ট) একাধিক ভারতীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, খুব শিগগিরই রাজনাথ সিং যুক্তরাষ্ট্র সফরে যাওয়ার কথা ছিল। সেখানে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি অনুযায়ী বিভিন্ন ধরণের সমরাস্ত্র কেনার ঘোষণা দেওয়ার পরিকল্পনা ছিল। তবে নতুন পরিস্থিতিতে এ কর্মসূচি বাতিল করা হয়েছে। ভারতীয় এক কর্মকর্তা জানান, মার্কিন শুল্ক নীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন দিকনির্দেশনা পাওয়ার পরই সমরাস্ত্র কেনা নিয়ে পুনরায় আলোচনা হতে পারে।

বিশ্লেষকদের মতে, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর দিল্লির এই পদক্ষেপ মূলত কূটনৈতিক প্রতিক্রিয়া। এই সিদ্ধান্ত দুই দেশের বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতায় অস্থায়ী প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *