
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভে ফেটে পড়েছে ইরান। রাজধানী তেহরানের রাজপথে হাজারো মানুষ জড়ো হয়ে প্রতিবাদ জানায় দেশটির বিরুদ্ধে চালানো মার্কিন সামরিক অভিযানের। বিক্ষোভে সরাসরি অংশ নেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।
রোববার (২২ জুন) সকাল থেকেই আজাদি স্কয়ার, ফেরদৌসি স্কয়ার, ইমাম হোমেইনি মসজিদ ও পার্লামেন্ট ভবনের সামনের রাস্তাগুলোতে মুখরিত হয়ে ওঠে ‘প্রতিশোধ! প্রতিশোধ!’ স্লোগানে। ইরানের জাতীয় পতাকা হাতে মিছিল করতে থাকেন বিক্ষোভকারীরা। মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে তারা যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের ডাক দেন।
বিক্ষোভের সময় প্রেসিডেন্ট পেজেশকিয়ান আন্দোলনকারীদের পাশে দাঁড়ান এবং একাত্মতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে ইরান কখনও আপস করবে না।’
এই বিক্ষোভের দৃশ্য সরাসরি সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনসহ বিভিন্ন স্থানীয় সংবাদমাধ্যম।
প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। এর জবাবে পাল্টা প্রতিক্রিয়া শুরু করে ইরান। এরপর ২১ জুন রাতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে এক সামরিক অভিযানে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। হামলার পরপরই দেশজুড়ে শুরু হয় ব্যাপক বিক্ষোভ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সরাসরি আন্দোলনে যোগ দেওয়া দেশটির অভ্যন্তরীণ ঐক্য ও প্রতিরোধ শক্তিকে নতুন মাত্রা দিয়েছে।