মোদির মন্তব্যে কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ

ইসলামাবাদ, ২৮ মে:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মন্তব্যকে ‘জিঙ্গোইস্টিক’ ও উস্কানিমূলক আখ্যা দিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান। বুধবার (২৮ মে) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে মোদির বক্তব্যকে “দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক” বলে অভিহিত করেছে।

বিবৃতিতে ভারতের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়ন, জম্মু-কাশ্মিরে দমন-পীড়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে দখলদারির অভিযোগও তোলা হয়েছে। ইসলামাবাদ দাবি করেছে, ভারত সরকার সীমান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিছু অঞ্চল দখল করে নিজেদের স্বার্থে অপপ্রচার চালাচ্ছে।

পাক পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে, পানিসম্পদ ব্যবহারকে অস্ত্র হিসেবে প্রয়োগের মাধ্যমে ভারত ‘চুক্তিভিত্তিক প্রাকৃতিক সম্পদের অসম বণ্টন’ করছে, যা দুই দেশের পারস্পরিক আস্থার সম্পর্ক গঠনে বড় অন্তরায়।

বিবৃতিতে বলা হয়েছে, “যে কোনো নেতৃত্ব যদি সত্যিকার অর্থে আন্তর্জাতিক সম্মান লাভ করতে চায়, তাকে প্রথমে আত্মসমালোচনা করতে হবে। অন্যদের হুমকি দেওয়ার আগে নিজেদের দিকটি বিবেচনা করা জরুরি।”

মোদির মন্তব্যকে ‘দুঃখজনক, তবে একেবারে অপ্রত্যাশিত নয়’ বলেও মন্তব্য করেছে পাকিস্তান। বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি একটি জনসভায় দেওয়া বক্তব্যে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে ভারতের নীতির বিষয়ে কড়া অবস্থান তুলে ধরেন, যা ঘিরে আন্তর্জাতিক মহলেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *