
তেহরান, ২২ জুন:
ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এখন সম্ভব নয় বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রবিবার (২২ জুন) এক সংবাদ সম্মেলনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রশ্নের উত্তরে তিনি এ মন্তব্য করেন।
আরাঘচি বলেন, “কূটনীতির দরজা সবসময় খোলা থাকা উচিত। তবে বর্তমানে আমার দেশ একটি সরাসরি আগ্রাসনের শিকার হয়েছে। আত্মরক্ষার অধিকার অনুযায়ী আমাদের প্রথমে প্রতিক্রিয়া জানানো প্রয়োজন।”
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন বোমারু বিমানের হামলা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। তিনি এ হামলাকে “ক্ষমার অযোগ্য অপরাধ” হিসেবেও অভিহিত করেন।
এর আগে এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আরাঘচি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই হামলার চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে।” তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ এবং জনগণের নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।
এই ঘটনার পরপরই ইরান প্রতিশোধমূলকভাবে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরসহ একাধিক স্থানে মিসাইল হামলা চালায় বলে জানা গেছে।
এদিকে, মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন ডেমোক্রেট আইন প্রণেতা ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার নিন্দা জানিয়েছেন এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন।
সংগৃহীত: আলজাজিরা