মণিপুরে ফের উত্তেজনা, মেইতেই নেতা গ্রেফতারের পর বিক্ষোভ—পাঁচ জেলায় ইন্টারনেট বন্ধ

ইমফল, ৮ জুন ২০২৫ — ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। মেইতেই সম্প্রদায়ের এক নেতাকে গ্রেফতারের জেরে শনিবার (৭ জুন) রাতে রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় উপত্যকার পাঁচটি জেলায় ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবা বন্ধ করে দিয়েছে প্রশাসন। খবর, ইন্ডিয়ান এক্সপ্রেস-এর।

রাজধানী ইমফলসহ ইমফল পশ্চিম জেলার তিদ্দিম রোড, উরিপোক ও কোয়াকেইথেল এলাকায় মেইতেই জাতিগোষ্ঠীর সদস্যরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। বিক্ষোভ চলাকালে কোয়াকেইথেল এলাকায় নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের কমিশনার এন. অশোক কুমার রোববার ভোরে এক সরকারি আদেশে জানান, ইমফল পূর্ব ও পশ্চিম, কাকচিং, থৌবাল এবং বিষ্ণুপুর জেলায় আগামী পাঁচ দিনের জন্য ইন্টারনেট ও মোবাইল ডেটা সেবা স্থগিত থাকবে। শনিবার রাত ১১টা থেকে বিষ্ণুপুর জেলায় সম্পূর্ণ কারফিউ জারি করা হয়েছে।

সরকারি আদেশে সতর্ক করে বলা হয়েছে, কিছু ‘অসামাজিক উপাদান’ সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি, ভিডিও এবং ঘৃণামূলক বক্তব্য প্রচার করে জনগণের আবেগকে উসকে দিতে পারে, যা রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে রাজ্যে সহিংসতা বৃদ্ধি পাওয়ার পর একই পাঁচটি জেলায় ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল। এবার পরিস্থিতির পুনরাবৃত্তি আশঙ্কায় প্রশাসন আগেভাগেই কড়া ব্যবস্থা নিয়েছে।

পরিস্থিতি এখনও থমথমে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *