
অবশেষে ভারতীয় পণ্যের ওপর বড় ধরনের শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণানুসারে, আগামী পহেলা আগস্ট থেকে ভারতের সব রপ্তানি পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে। শুধু তাই নয়, রাশিয়া থেকে জ্বালানি ও অস্ত্র কেনার জেরেও ভারতকে শাস্তির মুখোমুখি হতে হবে, জানিয়েছেন ট্রাম্প। যদিও সেই শাস্তি কী ধরনের হবে, তা তিনি সুনির্দিষ্ট করে বলেননি। এই ঘোষণায় ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম Truth Social-এ পোস্ট করে বলেন, “ভারত বহুদিনের বন্ধু হলেও তাদের শুল্ক বিশ্বের মধ্যে অন্যতম বেশি। সেইসঙ্গে রয়েছে কঠোর ও বিরক্তিকর বাণিজ্য নীতিমালা।” তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র বহু বছর ধরে “টুকটাক” ব্যবসা চালিয়ে গেলেও ভারতীয় নীতিমালার কারণে মার্কিন কোম্পানিগুলো বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বলেন, ভারতের ওপর এই শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের জন্য ‘ন্যায্য’ সিদ্ধান্ত।
উল্লেখযোগ্য যে, চলতি বছরের ২ এপ্রিল ‘লিবারেশন ডে’ কনফারেন্সে ট্রাম্প ২৬% শুল্কের প্রাথমিক ঘোষণা দিয়েছিলেন। তবে এবার সেটি সামান্য কমিয়ে ২৫% নির্ধারণ করা হয়েছে এবং কার্যকর হওয়ার তারিখও নির্ধারণ করা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তে ভারতীয় অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং দ্বিপক্ষীয় কূটনীতিতেও টানাপোড়েন সৃষ্টি হতে পারে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য রক্ষায় এখন ভারতকে কৌশলী হতে হবে বলেও মত দিয়েছেন বাণিজ্য বিশ্লেষকরা।