
বাংলাদেশে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো)-এর মহাপরিচালক অড্রে আজুলে। মঙ্গলবার (১৯ আগস্ট) দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা রক্ষা করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। তিনি স্পষ্ট করে জানান, প্রতিশোধমূলক হামলা বা হত্যার মতো ঘটনায় কোনোভাবেই যেন দোষীরা শাস্তি এড়িয়ে যেতে না পারে।
অড্রে আজুলে তার বিবৃতিতে আরও উল্লেখ করেন, “আমি সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার নিন্দা জানাই এবং অবিলম্বে এর পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই। স্থানীয় সমস্যাগুলো নিয়ে কাজ করা সাংবাদিকদের প্রতিশোধমূলক হামলা থেকে রক্ষা করতে হবে।” ইউনেস্কো দীর্ঘদিন ধরেই সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে আসছে এবং এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।
উল্লেখ্য, গত ৭ আগস্ট রাত ৮টার দিকে গাজীপুর নগরের চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ–এর স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। নিহত তুহিনের বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। এ নৃশংস হত্যাকাণ্ডে দেশের সাংবাদিক সমাজ ও বিভিন্ন মহলে ক্ষোভের ঝড় উঠেছে, আর আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।