ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে ইসরায়েলকে মেনে নেবে ইন্দোনেশিয়া: প্রেসিডেন্ট প্রাবোও

জাকার্তা, ২৮ মে — ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতি পেলে ইসরায়েলকেও রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া। এমন শর্ত দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো। তিনি বলেন, এটি দ্বি-রাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে টেকসই শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বুধবার (২৮ মে) ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে প্যারিসে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। খবর দিয়েছে আনাদোলু এজেন্সি এবং টাইমস অব ইসরায়েল।

প্রেসিডেন্ট প্রাবোও বলেন, “আমরা বিশ্বাস করি, দ্বি-রাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। সেইসঙ্গে ইসরায়েলের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও নিশ্চিত করতে হবে। ইন্দোনেশিয়া স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে— ইসরায়েল যদি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়, তবে ইন্দোনেশিয়াও ইসরায়েলকে স্বীকৃতি দেবে।”

তিনি আরও বলেন, গাজা ও পশ্চিম তীরে চলমান সংঘাত বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

একই সংবাদ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেন, “ফ্রান্স বরাবরের মতোই একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগকে সমর্থন জানিয়ে যাবে। আমরা চাই এই সংকটের অবসান হোক শান্তিপূর্ণ সমাধানের মধ্য দিয়ে।”

উল্লেখ্য, বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া এখনও পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি এবং দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কও নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *