
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে চিঠি দিয়েছেন দেশটির প্রায় ২২০ জন সংসদ সদস্য। ৯টি ভিন্ন রাজনৈতিক দলের এই চিঠিতে অংশগ্রহণকারী আইনপ্রণেতাদের অর্ধেকেরও বেশি লেবার পার্টির সদস্য। চিঠিতে বলা হয়, যদিও যুক্তরাজ্যের পক্ষে সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়, তবুও রাষ্ট্রীয় স্বীকৃতি বিশ্বরাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে এবং ন্যায়বিচার ও শান্তির পথে ভূমিকা রাখতে পারে।
এই চিঠির মাধ্যমে কিয়ার স্টারমারের উপর বাড়তি কূটনৈতিক চাপ তৈরি হয়েছে, বিশেষ করে যখন ফ্রান্স আগামি কয়েক মাসের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এমন প্রেক্ষাপটে যুক্তরাজ্যও যেন ইতিবাচক অবস্থান নেয়, সেই দাবি উঠে এসেছে সংসদ সদস্যদের বার্তায়। এমপিরা বলছেন, যুক্তরাজ্যের স্বীকৃতি ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে একটি শক্তিশালী বার্তা দেবে।
এমপিদের চিঠির পর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন এবং জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে এক জরুরি ফোনালাপে অংশ নেন। সেখানে তিনি জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হলেও সেটি হবে একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ, যা দুই-রাষ্ট্রভিত্তিক শান্তি সমাধান নিশ্চিত করবে। তিনি আরও বলেন, এমন পদক্ষেপ শুধুমাত্র কূটনৈতিক নয়, এটি একটি ন্যায্যতার প্রশ্ন, যেখানে মানুষের অধিকার ও সার্বভৌমত্বের গুরুত্ব বহন করে।