
অস্ট্রেলিয়া ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। সোমবার (১১ আগস্ট) দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এক বিবৃতিতে জানান, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি প্রদান করা হবে। তিনি বলেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া প্রতিশ্রুতির ভিত্তিতে তাদের জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দিচ্ছে অস্ট্রেলিয়া এবং এই অধিকার রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে একযোগে কাজ করবে।
বিবৃতিতে অ্যান্থনি আলবানিজ গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং উপত্যকার ত্রাণ সংকট দ্রুত সমাধানের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার স্বীকার করা আন্তর্জাতিক শান্তি প্রক্রিয়ার জন্য অপরিহার্য। অস্ট্রেলিয়া বিশ্বাস করে, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানই স্থায়ী শান্তির পথ খুলে দিতে পারে।
এর আগে গত মাসে ফ্রান্স ও কানাডা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিল। এছাড়া, পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডও একই ধরনের পদক্ষেপ বিবেচনা করছে। আন্তর্জাতিক মহলে এই ধারাবাহিক সমর্থন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার প্রচেষ্টায় নতুন গতি আনতে পারে বলে আশা করা হচ্ছে।