প্যালেস্টাইনকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা দিল সৌদি আরব

প্যালেস্টাইন অথরিটির চলমান আর্থিক সংকট মোকাবিলায় ৩০ মিলিয়ন ডলার (প্রায় ৩৩০ কোটি টাকা) আর্থিক সহায়তা প্রদান করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৬ জুন) সৌদি সরকারের পক্ষ থেকে জর্ডানের রাজধানী আম্মানে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়। খবর আরব নিউজ ও সৌদি প্রেস এজেন্সির।

জর্ডানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস এই তহবিল প্যালেস্টাইনের অর্থমন্ত্রী ওমর আল-বিতারের হাতে তুলে দেন। এ সময় আল-বিতার সৌদি আরবের নেতৃত্ব—বিশেষ করে কিং সালমান ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই সহায়তা প্যালেস্টিনিয় জনগণের স্বাধীনতা ও রাষ্ট্রীয় অধিকারের সংগ্রামে সৌদি আরবের অটল সমর্থনের প্রমাণ।”

প্যালেস্টাইন নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, সৌদি আরবের দেওয়া এই তহবিল প্যালেস্টাইন অথরিটির স্বাস্থ্য ও শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। হাসপাতাল পরিচালনা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম কেনা, শিক্ষক ও চিকিৎসকদের বেতন প্রদানে এই অর্থ ব্যবহার করা হচ্ছে।

সৌদি সহায়তা সংস্থা কেএস রিলিফ-এর তথ্য অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে প্যালেস্টিনিয় জনগণের জন্য সৌদি আরব ২৮৯টি প্রকল্পে ৫.৩ বিলিয়ন ডলারের বেশি সহায়তা দিয়েছে।

এ প্রসঙ্গে মুনিস বলেন, “এই সংকটময় সময়ে প্যালেস্টাইন সরকারের আর্থিক দায়িত্ব পালনে এবং জনগণের পাশে দাঁড়াতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। প্যালেস্টিনিয় জনগণের ন্যায্য অধিকার রক্ষায় আমাদের সমর্থন সবসময় অব্যাহত থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *