
ডেস্ক রিপোর্ট, ২৯ জুন — ইউক্রেনের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর পোক্রভস্ক দখলে নিতে ১ লাখ ১০ হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া। শুক্রবার (২৯ জুন) এ তথ্য জানান ইউক্রেনীয় সেনাবাহিনীর প্রধান ওলেক্সান্দর সিরস্কি।
তিনি জানান, ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ ফ্রন্টলাইনের মধ্যে পোক্রভস্ক অঞ্চল এখন সবচেয়ে উত্তপ্ত রণক্ষেত্রে পরিণত হয়েছে। প্রায় এক বছর ধরে একের পর এক হামলা চালিয়েও শহরটি এখনও রুশ বাহিনীর দখলে যায়নি।
সিরস্কি বলেন, যুদ্ধের শুরু থেকেই পোক্রভস্ক ছিল মস্কোর জন্য কৌশলগত লক্ষ্যবস্তু। ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে রুশ বাহিনী অস্ত্র ও সেনাশক্তি ব্যবহার করেও এ লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
ইউক্রেনের অন্যান্য ফ্রন্টেও চলছে পাল্টাপাল্টি হামলা। দক্ষিণাঞ্চলীয় ওডেসা শহরে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত দুই জন নিহত হয়েছেন।
এদিকে রাশিয়া অধিকৃত ক্রাইমিয়ার একটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইউক্রেন। কিয়েভ জানিয়েছে, ওই হামলায় রাশিয়ার অন্তত তিনটি হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।
পোক্রভস্ক নিয়ন্ত্রণের লড়াই ঘিরে যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা করা হচ্ছে।