পাকিস্তানের সাথে সীমান্ত সংঘাতে আফগানিস্তানকে পূর্ণ সমর্থন ভারতের

এক বিবৃতিতে পাকিস্তানের আচরণের তীব্র সমালোচনা করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাদের অবস্থানের বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, আফগানিস্তানের নিজস্ব ভূখণ্ডে পাকিস্তানের সার্বভৌম কর্তৃত্ব প্রয়োগের অধিকার নিয়ে আমরা ক্ষুব্ধ।

তার অভিযোগ, ইসলামাবাদ মনে করে, সীমান্তে সন্ত্রাসবাদ অনুশীলনের অধিকার তাদের আছে। জয়সওয়াল পাকিস্তানের এই মনোভাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যায়িত করেন এবং আফগানিস্তানের সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারতের পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা পুনর্ব্যক্ত করেন।

এদিকে, সাম্প্রতিক সীমান্ত সংঘাতের পর যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। গত কয়েক সপ্তাহে দুই দেশের সম্পর্কের দ্রুত অবনতি হয়েছিল। তবে তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার ভোরে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় অগ্রগতি হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের বিমান হামলার পর আফগানিস্তানের পাল্টা জবাবে দুই দেশের সীমান্তে সামরিক সংঘাত তীব্র আকার ধারণ করেছিল। টানা কয়েকদিনের এই সংঘাত কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাময়িকভাবে থামানো সম্ভব হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *