পাকিস্তানের পারমাণবিক প্রকল্প ইস’রায়েলের পরবর্তী টার্গেট হতে পারে: সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী

ইরানে সামরিক অভিযান চালানোর পর ইসরায়েলের পরবর্তী লক্ষ্য হতে পারে পাকিস্তানের পারমাণবিক প্রকল্প—এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রতিরক্ষা প্রতিমন্ত্রী মেইর মাসরি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

এর আগে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর আসে, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলা চালায়, তবে পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়া জানাবে। যদিও এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় ইসলামাবাদ।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, দেশের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র জাতীয় স্বার্থেই ব্যবহৃত হবে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এই মন্তব্যের পরই মেইর মাসরি পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোকে ইসরায়েলের সম্ভাব্য টার্গেট হিসেবে উল্লেখ করেন।

এদিকে, হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজে মিলিত হন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল অসীম মুনির। বৈঠক শেষে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, জেনারেল মুনিরের সঙ্গে দেখা করে তিনি ‘সম্মানিত’ বোধ করেছেন।

উল্লেখ্য, গত মাসে ভারতের পেহেলগামে জঙ্গি হামলার পর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে দুই দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। এ প্রক্রিয়ায় পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের উল্লেখযোগ্য ভূমিকার জন্য তাকে ধন্যবাদ জানান মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *