
নিউইয়র্ক সিটিতে ২০২৫ সালের মেয়র নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি রেকর্ড পরিমাণ ভোটে এগিয়ে আছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, প্রতিদ্বন্দ্বী আন্দ্রু কুমো ও কার্টিস স্লিওয়ারকে পিছিয়ে রেখে মামদানি নির্বাচনে নেতৃত্ব দিচ্ছেন। আগাম ভোটের হারে ইতিহাস সৃষ্টি হয়েছে, যা পূর্ববর্তী mayoral নির্বাচনের তুলনায় চারগুণ বেশি। বিজয় লাভ করলে তিনি নিউইয়র্কের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় উৎসপ্রাপ্ত মেয়র হবেন।