
ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে ইসরায়েলের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা। আজ মঙ্গলবার (২৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
জাতিসংঘের মানবাধিকার সংস্থার মুখপাত্র থামিন আল খেতান বলেন, “এভিন কারাগার কোনও সামরিক লক্ষ্যবস্তু নয়। একে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন।” মঙ্গলবার জেনেভায় সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন, যদিও তিনি সরাসরি ইসরায়েলের নাম উল্লেখ করেননি।
ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর জানিয়েছেন, হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে, দেশটির রাষ্ট্রীয় বিচার বিভাগীয় সংবাদমাধ্যম মিজান অনলাইন জানিয়েছে, এভিন কারাগারের বন্দীদের তেহরান প্রদেশের অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গতকাল সোমবার (২৩ জুন) এভিন কারাগারে বিমান হামলা চালায় ইসরায়েল। কারাগারটি মূলত রাজনৈতিক বন্দীদের রাখার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এখানে বহু রাজনৈতিক কর্মী, দ্বৈত নাগরিক এবং পশ্চিমা দেশগুলোর নাগরিক বন্দি অবস্থায় রয়েছেন—যাদের ইরান প্রায়ই কূটনৈতিক আলোচনায় বন্দি বিনিময়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকে।
এভিন কারাগার ছাড়াও সেদিন ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাতেও হামলা চালায়। লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি নিরাপত্তা সদর দপ্তর, তেহরানের ফিলিস্তিন স্কয়ার এবং আইআরজিসির অংশ হিসেবে পরিচিত আধা সামরিক বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর একটি কার্যালয়।