ট্রাম্প বললেন: “গাজার মানুষ যেন নিরাপদ থাকে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পরিস্থিতি নিয়ে নতুন করে সরব হয়েছেন। তিনি বলেন, “আমি চাই গাজার মানুষ নিরাপদ থাকুক, এই বিষয়টাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।” গাজাবাসীদের দুর্দশার কথা তুলে ধরে তিনি বলেন, “তারা যেন নরকের মধ্য দিয়ে গেছেন।” ট্রাম্পের এই মন্তব্য এসেছে এক সাংবাদিক সম্মেলনে, যেখানে তাকে জিজ্ঞেস করা হয়, যুক্তরাষ্ট্র কি এখনো গাজার নিয়ন্ত্রণ নিতে চায় কি না।


উল্লেখযোগ্য যে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প প্রথমবার গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তাব দেন, যা বিশ্বব্যাপী সমালোচনার জন্ম দেয়। তবে সম্প্রতি তিনি বলেন, তিনি আশা করছেন, “আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে।” এছাড়া ওয়াশিংটনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার বৈঠকের কথা জানান তিনি, যেখানে গাজা ও ইরান ইস্যুতে আলোচনা হবে।


এদিকে ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনে বৃহস্পতিবার গাজায় ফের প্রাণহানির ঘটনা ঘটেছে। শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অনেকে ছিলেন ত্রাণকেন্দ্রে খাবারের জন্য জড়ো হওয়া সাধারণ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা যাচ্ছে, অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন— যাদের বেশিরভাগই নারী ও শিশু। আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *