
নিউইয়র্ক, ২৬ জুন — নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ কঙ্গনা রানাউতের একটি টুইটের কারণে। কঙ্গনা রানাউত টুইটারে অভিযোগ করেছেন যে, জোহরান হিন্দুদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন এবং হিন্দুধর্ম মুছে ফেলতে চান।
তিনি লিখেছেন, “জোহরান একবার টাইমস স্কয়ারে হিন্দুদের কটু কথা বলেছিলেন। তার নাম পাকিস্তানিদের মতো শোনায়, ভারতীয় নয়। তার মা মিরা নায়ার, পদ্মশ্রীপ্রাপ্ত খ্যাতনামা পরিচালক। বাবা মেহমুদ মামদানি গুজরাটি বংশোদ্ভূত লেখক। তাহলে তার হিন্দু পরিচয় গেল কোথায়?” যদিও কঙ্গনা মিরা নায়ারকে প্রশংসা করেছেন এবং বলেছেন, “মিরা জিকে কয়েকবার দেখেছি, অভিনন্দন জানাই।”
নিউইয়র্ক সিটির মেয়র পদের প্রাথমিক নির্বাচনে জয়ী হয়েছেন ৩৩ বছর বয়সী রাজ্যের অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি। তিনি ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে সাবেক মেয়র অ্যান্ড্রু কুমোর কাছ থেকে মেয়র পদে পরাজয় মেনে নিয়েছেন। এই ফলাফলকে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এক বড় চমক হিসেবে দেখা হচ্ছে। জোহরান মামদানি মেয়র নির্বাচিত হলে নিউইয়র্ক শহরের প্রথম মুসলিম মেয়র হিসেবে ইতিহাস গড়বেন।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এক পোস্টে জোহরানকে ‘১০০% কমিউনিস্ট পাগল’ বলে কটাক্ষ করেছেন, যা আলোচনার জন্ম দিয়েছে।
রাজনৈতিক ও সামাজিক মহলে এই বিতর্ক নিয়ে নানা মত প্রকাশিত হচ্ছে।