
ভ্যাটিকান সিটি ও লন্ডন, ২৮ মে:
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষাপটে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মীয় নেতা পোপ লিও। বুধবার সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এক সভায় তিনি বলেন, “গাজার শিশু ও বাবা-মায়েদের আর্তনাদ স্বর্গ পর্যন্ত পৌঁছে যাচ্ছে।” এসময় তিনি আন্তর্জাতিক মানবিক আইন রক্ষার ওপর জোর দেন এবং সব পক্ষকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান।
সন্তান হারানো বাবা-মায়েদের প্রতি সহানুভূতি জানিয়ে পোপ বলেন, “গাজার মৃত শিশুদের দেহ ধরে রাখা তাদের পরিবারের কান্না স্বর্গকেও নাড়া দিচ্ছে।” তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে লড়াই বন্ধ করার ও সকল জিম্মিদের মুক্তি নিশ্চিত করার অনুরোধ জানান।
পোপ লিও সম্প্রতি পোপ ফ্রান্সিসের স্থলাভিষিক্ত হন এবং ৮ মে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সভায় তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধেরও আহ্বান জানান।
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যে
অন্যদিকে, গাজায় চলমান ইসরায়েলি হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে একটি খোলা চিঠি পাঠিয়েছেন দেশটির ৮০০-রও বেশি আইনজীবী, শিক্ষক ও সাবেক বিচারপতি।
চিঠিতে বলা হয়েছে, “গাজায় যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন সংঘটিত হচ্ছে। এ পরিস্থিতিতে জরুরি ও কার্যকর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত প্রয়োজন।”
চিঠিতে গাজায় একটি ‘গুরুতর গণহত্যার ঝুঁকি’ বিদ্যমান বলেও উল্লেখ করা হয়েছে এবং ইসরায়েলি সরকার ও সংশ্লিষ্ট মন্ত্রীদের ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি তোলা হয়েছে। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও দেশের শীর্ষস্থানীয় আইনি বিশেষজ্ঞরা।
আন্তর্জাতিক অঙ্গনে গাজা সংকট নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ও চাপের মধ্যে পোপ লিও এবং ব্রিটিশ নাগরিক সমাজের এ ধরনের অবস্থান নতুন মাত্রা যোগ করেছে।