গাজা দখলের বিরুদ্ধে ইসরায়েলে নজিরবিহীন বিক্ষোভ

ইসরায়েলের সাধারণ মানুষ সম্প্রতি গাজা দখল পরিকল্পনার বিরুদ্ধে ইতিহাসের অন্যতম বৃহৎ বিক্ষোভ আয়োজন করেছে। শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় তেল আবিবসহ দেশজুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে সরকারের যুদ্ধনীতি ও সামরিক পরিকল্পনার প্রতিবাদ জানায়। ‘ফ্যামিলিজ ফোরাম’ নামের সংগঠন, যা মূলত জিম্মি পরিবারের প্রতিনিধিত্ব করে, রাজধানী জেরুজালেম, দক্ষিণের শায়ার হানেগেভ জংশন এবং কিরিয়াত গাটসহ বিভিন্ন শহরে বিশাল সমাবেশ করে। এছাড়া ছোট ছোট আরও ডজনখানেক স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদকারীরা ইসরায়েলি সৈন্যদের এই যুদ্ধে জড়িত না হওয়ার আহ্বান জানান এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে অবিলম্বে একটি জিম্মি চুক্তিতে পৌঁছানোর অনুরোধ করেন।

বিক্ষোভের আগে ফ্যামিলিজ ফোরামের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যুদ্ধ বন্ধ করে গাজায় বন্দী প্রিয়জনদের ফিরিয়ে আনাই এখন সবচেয়ে জরুরি কাজ। তাদের দাবি, যদি এই মুহূর্তে উদ্যোগ না নেওয়া হয়, তবে জিম্মিদের জীবিত ফেরত পাওয়া প্রায় অসম্ভব হয়ে উঠবে। বিশ্লেষকরা সতর্ক করেছেন, গাজা দখলের এই পদক্ষেপ শুধু ইসরায়েলি বন্দীদের বিপদেই ফেলবে না, বরং অভিযানে অংশ নেওয়া সৈন্যদের নিরাপদ প্রত্যাবর্তনও কঠিন করে তুলবে।

প্রসঙ্গত, ইসরায়েলি সেনাবাহিনীর আপত্তি সত্ত্বেও সরকার সম্প্রতি ঘনবসতিপূর্ণ ফিলিস্তিনি শহর গাজা দখলের সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পরই এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মতে, এই সামরিক পদক্ষেপ শুধু রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ নয়, বরং গাজায় চলমান মানবিক সংকটকে আরও ভয়াবহ করে তুলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *