
তেলআভিভ, ২১ মে:
গাজার শিশুদের বিরুদ্ধে ঘৃণাপূর্ণ মন্তব্য করে নতুন করে বিতর্কে জড়ালেন ইসরায়েলের চরম ডানপন্থী রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য মোশে ফেইগলিন। বুধবার ইসরায়েলি টিভি চ্যানেল ১৪-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শত্রু হামাস নয়, হামাসের সামরিক শাখাও নয়। গাজার প্রতিটি শিশুই আমাদের শত্রু।”
ফেইগলিন আরও বলেন, “আমাদের গাজা দখল করে সেখানে বসতি স্থাপন করতে হবে, এবং সেখানে একটি গাজাবাসী শিশুকেও রাখা যাবে না। এছাড়া অন্য কোনো বিজয় সম্ভব নয়।”
এই বক্তব্যে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে, মানবাধিকার সংস্থাগুলো ফেইগলিনের মন্তব্যকে ‘গণহত্যাকে উসকে দেওয়ার মতো’ এবং ‘মানবতা-বিরোধী’ হিসেবে অভিহিত করেছে।
উল্লেখযোগ্যভাবে, ইসরায়েল ডিফেন্স ফোর্সের (আইডিএফ) অবসরপ্রাপ্ত ডেপুটি চিফ অব স্টাফ ইয়ের গোলান সম্প্রতি গাজার পরিস্থিতি নিয়ে সমালোচনা করে বলেন, “গাজার শিশুদের হত্যা করা যেন ইসরায়েলি বাহিনীর এক শখে পরিণত হয়েছে।” তার এই মন্তব্যের প্রতিক্রিয়ায় ফেইগলিনের বিতর্কিত বক্তব্য আসে।
এক সংবাদ সম্মেলনে ইয়ের গোলান আরও বলেন, “ইসরায়েল দিন দিন এমন এক রাষ্ট্রে পরিণত হচ্ছে যার আর আন্তর্জাতিক কোনো সমর্থন নেই। কোনো সুস্থ-স্বাভাবিক দেশ কখনো বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে না, শখের বশে শিশু হত্যা করে না।”
এই ঘটনার পর ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও সামরিক নীতির নৈতিকতা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এমন মন্তব্য মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।