
গাজায় চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে স্থায়ী যুদ্ধবিরতিকে প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সম্প্রতি এক বিবৃতিতে জানিয়েছেন, আঞ্চলিক স্থিতিশীলতা ও মানবিক পরিস্থিতির উন্নয়নের জন্য গাজায় যুদ্ধবিরতি অপরিহার্য।
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ১৯৬৭ সালের সীমানা অনুযায়ী পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নেই। ২০২০ সালের আব্রাহাম চুক্তির পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব বিশ্বের মধ্যে কূটনৈতিক তৎপরতা বাড়লেও ফিলিস্তিন প্রশ্নে সৌদি অবস্থান দৃঢ়ই রয়েছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েলি হামলা এবং মানবিক বিপর্যয়ের প্রেক্ষিতে সৌদি আরবের এ মন্তব্য মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক মহলে ফিলিস্তিন সংকটের প্রতি পুনরায় দৃষ্টি ফেরানোর ইঙ্গিত বলেও মনে করা হচ্ছে।