গাজায় ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৭৯, অধিকাংশই নারী ও শিশু

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। আহত হয়েছেন আরও প্রায় ৪০০ জন।

বৃহস্পতিবার (২৬ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে। তারা সবাই মানবিক সহায়তার অপেক্ষায় ছিলেন।

এদিন সকাল থেকেই গাজার বিভিন্ন স্থানে নতুন করে বিমান হামলা শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। উত্তর ও মধ্য গাজায় বোমাবর্ষণে নিহত হয়েছেন অন্তত ১৩ জন। এর মধ্যে গাজার আল-শিফা হাসপাতাল ও একটি স্কুলকেও লক্ষ্যবস্তু করা হয়।

দক্ষিণ গাজার খান ইউনিসে শরণার্থী শিবিরে বিমান হামলায় আরও ৫ জন ফিলিস্তিনি নিহত হন।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। আন্তর্জাতিক মহলের বারবার যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে এই অভিযান এখনও অব্যাহত রেখেছে নেতানিয়াহুর সরকার।

প্রায় ২০ মাস ধরে চলা এই আগ্রাসনে এখন পর্যন্ত ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *