গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪১ ফিলিস্তিনির মৃত্যু

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর নতুন হামলায় আরও ৪১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বুধবার (২৫ জুন) ভোররাত থেকে বিভিন্ন এলাকায় চালানো হামলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছেন একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) গুলিতে।

এছাড়া, দেইর আল-বালাহ এলাকায় একটি বাড়িতে বোমা হামলায় একই পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। ওই হামলা ঘটে সকালে, বোমাটি সরাসরি বাড়ির ওপর আঘাত হানে।

নুসেইরাত শরণার্থী শিবিরেও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলমান ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

বেসামরিক মানুষের মৃত্যুহার বাড়তে থাকায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *