কান চলচ্চিত্র উৎসবে নজর কাড়লেন রুচি গুজ্জার, গলায় ঝুললো মোদির ছবি সম্বলিত লকেট

কান, ফ্রান্স – বিশ্ববিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে এবার নতুন করে আলোচনায় উঠে এসেছেন ভারতীয় মডেল রুচি গুজ্জার। উৎসবের লালগালিচায় হাঁটার সময় তিনি পরে এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি সম্বলিত একটি লকেট, যা মুহূর্তেই দৃষ্টি কেড়ে নেয় উপস্থিত সাংবাদিক ও দর্শকদের।

চলচ্চিত্র নিয়ে আয়োজিত এই আন্তর্জাতিক উৎসবে তারকারা সাধারণত ফ্যাশনের দিক থেকে নিজেদের স্বতন্ত্রতা তুলে ধরেন। সেই ধারাবাহিকতায় রুচি গুজ্জারও উপস্থিত হন ব্যতিক্রমী সাজে। সোনালী রঙের ঐতিহ্যবাহী লেহেঙ্গা, কুন্দনের গহনা ও মিলিয়ে পরা ওড়না থাকলেও সবকিছুর কেন্দ্রে ছিল তার গলায় ঝোলানো মোদির ছবিসংবলিত লকেট।

এই ব্যতিক্রমী ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ একে ‘চমকপ্রদ’ ও ‘সাহসী উদ্যোগ’ বলে আখ্যা দিয়েছেন, আবার অনেকে এটিকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে মন্তব্য করেছেন।

বিশ্লেষকরা বলছেন, বলিউডের বিভিন্ন তারকা পূর্বেও প্রধানমন্ত্রী মোদিকে সমর্থন জানিয়ে নানা কার্যক্রম চালালেও, কান উৎসবের মতো আন্তর্জাতিক মঞ্চে মোদির ছবি ধারণের ঘটনা নজিরবিহীন।

রুচি গুজ্জার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য না করলেও, তার এই ব্যতিক্রমী উপস্থিতি নিঃসন্দেহে এবারের কান উৎসবের অন্যতম আলোচিত ঘটনা হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *