
প্রতিবেশী কানাডার সঙ্গে সব ধরনের বাণিজ্য আলোচনা অবিলম্বে বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ অক্টোবর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। খবর বিবিসির।
পোস্টে ট্রাম্প লিখেছেন, “কানাডা একটি বিজ্ঞাপন প্রচার করেছে, যেখানে সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান শুল্ক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন। কানাডার এই জঘন্য আচরণের জন্য তাদের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক আলোচনা বাতিল করা হলো।”
রিগ্যানকে ঘিরে যে ভিডিওটি ট্রাম্পের ক্ষোভের কারণ, তা সম্প্রতি প্রচার করেছে অন্টারিও রাজ্য সরকার। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্টকে শুল্কবিষয়ক নেতিবাচক বক্তব্য দিতে দেখা যায়। ভিডিওটিতে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ, যুক্তরাষ্ট্র ও কানাডার পতাকাশোভিত ক্রেনসহ বিভিন্ন প্রতীকী দৃশ্যও দেখানো হয়েছে।
ভিডিওতে ব্যবহৃত বক্তব্যটি রিগ্যানের ১৯৮৭ সালে জাতির উদ্দেশে দেওয়া এক রেডিও ভাষণ থেকে নেওয়া হয়েছে, যেখানে তিনি বিদেশের সঙ্গে বাণিজ্য নীতি ও শুল্ক নিয়ে মন্তব্য করেছিলেন।