এবারের হজের খুতবা দিয়েছেন শায়েখ ড. সালেহ বিন হুমাইদ

মক্কা, ৫ জুন ২০২৫:
চলতি বছরের হজের খুতবা প্রদান করেছেন মসজিদুল হারামের ইমাম শায়েখ ড. সালেহ বিন হুমাইদ। ওয়েব পোর্টাল ‘হারামাইন শরিফাইন’ এ তথ্য নিশ্চিত করেছে।

শায়েখ ড. সালেহ ইবনে আব্দুল্লাহ আল হুমাইদ ১৯৫০ সালে সৌদি আরবের বুরাইদা শহরে জন্মগ্রহণ করেন। তিনি মক্কার বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী আইনশাস্ত্রে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

একাডেমিক জীবনে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের শরিয়াহ অনুষদে শিক্ষকতা শুরু করেন এবং ইসলামি অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৩ সালে মাত্র ৩৩ বছর বয়সে তাঁকে মসজিদুল হারামের ইমাম হিসেবে নিযুক্ত করা হয়।

ড. সালেহ আল হুমাইদ শুরা কাউন্সিলের সদস্য, হাই জুডিশিয়ারি কমিশনের প্রেসিডেন্ট, সিনিয়র ওলামা কাউন্সিলের সদস্য এবং বর্তমানে সৌদি রয়্যাল কোর্টের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজ বৃহস্পতিবার (৫ জুন), পবিত্র আরাফাতের ময়দানে লাখো মুসল্লি সমবেত হন। আল্লাহর দরবারে কান্নাভেজা প্রার্থনায় মগ্ন ছিলেন তারা। মুখে ধ্বনিত হয়েছে তাওহিদের ঘোষণা: “লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক”।

আগামীকাল শুক্রবার সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে উদযাপিত হবে ঈদুল আজহা। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে পরদিন শনিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *