
আফগান সীমান্তের কাছে এক আত্মঘাতী হামলায় ৭ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।
তারা জানায়, উত্তর ওয়াজিরিস্তানের একটি সামরিক ক্যাম্পে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। গাড়িটি ক্যাম্পের প্রাচীরে ধাক্কা দিলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এরপর আরও দুইজন সন্ত্রাসী ক্যাম্পে প্রবেশের চেষ্টা করলে পাকিস্তানি সেনাদের গুলিতে তারা নিহত হয়।
এদিকে, পাকিস্তানের এই অভিযোগ অস্বীকার করেছে আফগান তালেবান প্রশাসন। তাদের দাবি, সীমান্তে উত্তেজনা বাড়াতে পাকিস্তান ভুয়া তথ্য ছড়াচ্ছে। বরং তারা অভিযোগ করেছে, ইসলামাবাদ আইএস-সংঘটিত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে।
উত্তর ওয়াজিরিস্তান অঞ্চলটি দীর্ঘদিন ধরে পাকিস্তানি সেনা ও জঙ্গি গোষ্ঠীগুলোর সংঘর্ষপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে এ অঞ্চলে হামলার ঘটনা বেড়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।