
বিবিসি ও আল জাজিরা সূত্রে জানা গেছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরানের আরও এক দফা ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, মঙ্গলবার সকালের দিকে উত্তরাঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং সাইরেন বাজানো হয়েছে। এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।
হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইসরায়েলের ন্যাশনাল ইমার্জেন্সি সার্ভিস।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, উপকূলীয় শহর হাইফাতেও সাইরেন বাজতে শোনা গেছে। শহরটিতে গত চার দিনে একাধিকবার হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। নিরাপত্তাজনিত কারণে হাইফার তেল পরিশোধনাগার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ও জরুরি পরিষেবাগুলোকে সর্বোচ্চ প্রস্তুতিতে রাখা হয়েছে।