ইস’রায়ে’লের বিরুদ্ধে ‘বিজয়’ দাবি খামেনির, যুক্তরাষ্ট্রকেও আঘাত করার কথা জানালেন

ইসরায়েলের সঙ্গে টানা ১২ দিনের যুদ্ধে অংশ নেওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি বৃহস্পতিবার (২৬ জুন) জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, “ভুয়া ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে জয়ের জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। ইসলামিক রিপাবলিকের ধাক্কায় তারা চূর্ণবিচূর্ণ ও ধ্বংস হয়েছে।”

খামেনি দাবি করেন, ইরানের হামলায় ইসরায়েল পতনের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল। তিনি বলেন, “ইহুদিবাদীরা অনেক উচ্চবাচ্য করলেও ইরানের ধাক্কায় তারা নতজানু হয়েছে।”

ভাষণে তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন। বলেন, “মার্কিন সরকার সরাসরি যুদ্ধে জড়িত হয়েছিল, কারণ তারা বুঝতে পেরেছিল—হস্তক্ষেপ না করলে ইহুদিবাদীদের পতন ঘটবে। কিন্তু তাদের আগ্রাসন কিছুই অর্জন করতে পারেনি। বরং আমরা যুক্তরাষ্ট্রকে চূড়ান্ত আঘাত করেছি।”

তিনি ইরানি জনগণের একতাও তুলে ধরেন। বলেন, “৯ কোটি মানুষের ইরান একসঙ্গে দাঁড়িয়েছে আমাদের সশস্ত্র বাহিনীর পাশে। তারা প্রমাণ করেছে—প্রয়োজনে সবাই এক হবে।”

খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানের বিরুদ্ধে কেউ আবার আগ্রাসনের চেষ্টা করলে, তাদের চড়া মূল্য দিতে হবে।”

তিনি আরও বলেন, “ইহুদিবাদীরা কখনও কল্পনাও করেনি—তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা উপেক্ষা করে তাদের প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে।”

খামেনির এ বক্তব্য এমন সময় এলো, যখন ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি কার্যত কার্যকর হলেও, উভয় পক্ষই এখনো পাল্টাপাল্টি দোষারোপ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *