
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ডোম’ ভেদ করে রাজধানী তেল আবিবের প্রতিরক্ষা সদর দফতরে আঘাত হেনেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (১৪ জুন) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, দ্য টাইমস ও নিউইয়র্ক টাইমসের যাচাই করা একটি ভিডিও ফুটেজ থেকে এই হামলার সত্যতা নিশ্চিত করা হয়েছে। ভিডিওটি এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
১৯ সেকেন্ডের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে থামানোর চেষ্টা করছে। কিন্তু তা ব্যর্থ হয়ে ক্ষেপণাস্ত্রটি সরাসরি ইসরায়েলের প্রতিরক্ষা সদর দফতরে আঘাত হানে। ভিডিওতে পেছনে তেল আবিবের কিরিয়া এলাকার মার্গানিট টাওয়ার দেখা যায়, যা আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) প্রধান কার্যালয়ের খুব কাছেই অবস্থিত।
এর আগে শুক্রবার সকালে ইসরায়েল ইরানের বেশ কয়েকটি সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। এতে ইরানের কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানী নিহত হন। এর প্রতিশোধ হিসেবেই এই পাল্টা হামলা চালায় তেহরান।
এই হামলা মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।