
টানা দুই বছর ধরে চলা ইসরায়েল–হামাস যুদ্ধে প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। সেই হারানো প্রাণের একজন ফিলিস্তিনি স্কুলছাত্রী—লিয়া।
যুদ্ধ শুরুর আগে লিয়া ও তার ঘনিষ্ঠ বান্ধবী ডালিয়া একসঙ্গে স্কুলে যেত, পড়াশোনা করত, হাসত-খেলত। কিন্তু এক ইসরায়েলি হামলায় লিয়া মারা যায়।
লিয়ার মৃত্যুর পরও তার স্মৃতি আজও জীবন্ত ডালিয়ার কাছে। যুদ্ধ শুরু হবার আগে ছোট একটি বাক্সে বন্ধুদের লেখা চিঠি ও ব্রেসলেট যত্নে রেখে দিয়েছিল ডালিয়া। যুদ্ধ শেষে সেই বাক্সে এখনো সবকিছু আছে—শুধু নেই তার প্রিয় বান্ধবী লিয়া।
প্রয়াণের আগে প্রিয় বান্ধবী ডালিয়ার উদ্দেশে লিয়া লিখেছিল একটি চিঠি। তাতে লেখা ছিল—
“আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার ‘বেস্ট ফ্রেন্ড’। স্কুলে তোমার সঙ্গে দেখা হওয়াটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আশা করি তুমি আমাকে কখনো ভুলে যাবে না।”