
গ্রিসে বেড়াতে যাওয়া এক ইসরায়েলি নাগরিকের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। দেশটির একটি সমুদ্রসৈকতে সিরিয়ান এক ব্যক্তি ওই ইসরায়েলির কান ছিঁড়ে ফেলেছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ঘটনার শিকার স্টাভ বেন-সুসান নামের পর্যটক বর্ণবাদী মন্তব্য করেছিলেন, যা হামলার পেছনে মূল কারণ হতে পারে বলে দাবি করা হচ্ছে। গ্রিস পুলিশ বর্তমানে হামলাকারী সিরিয়ান নাগরিককে আটক রেখেছে।
স্টাভ জানান, ঘটনার সময় তিনি ও তার স্ত্রী অ্যাথেন্সের বলিভার সৈকতে ঘুরতে যান এবং অপর এক ইসরায়েলি দম্পতির সঙ্গে কথা বলছিলেন। এ সময় এক ব্যক্তি তাদের ভিডিও করা শুরু করে এবং চিৎকার করে বলতে থাকে—”ফ্রি ফিলিস্তিন”, “ইসরায়েল নিপাত যাক”, “আমি হামাস”। পরিস্থিতি উত্তপ্ত হলে সেই ব্যক্তি তাদের ওপর বালু ছুড়ে মারে। প্রতিক্রিয়ায় বেন-সুসান তাকে ধাক্কা দেন। পরে নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয় এবং সিরিয়ান নাগরিককে সৈকত থেকে সরিয়ে দেন।
তবে ঘটনার পরপরই নিরবতা ভাঙে ভয়াবহ আঘাতে। ঘণ্টাখানেক পর ওই সিরিয়ান ব্যক্তি ফের তাদের কাছে এসে বেন-সুসানের স্ত্রীর ওপর হামলার চেষ্টা চালান। বাধা দিতে গেলে তিনি বেন-সুসানের কানের একটি অংশ ছিঁড়ে ফেলেন। বর্তমানে তিনি গ্রিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হচ্ছে, গ্রিসে ইসরায়েল-বিরোধী মনোভাব বাড়ছে। গত এক সপ্তাহেই দেশটিতে ইসরায়েলি পর্যটকদের বিরুদ্ধে এটি ছিল তৃতীয় হামলার ঘটনা। এর আগে রোডস দ্বীপে একদল ইসরায়েলি কিশোরকে মারধর এবং সাইরোস দ্বীপে ইসরায়েলি ক্রুজ জাহাজে বাধা দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। গ্রিসে বেড়াতে আসা ইসরায়েলিদের নিরাপত্তা নিয়ে এখন উদ্বেগ বাড়ছে।