ইরানের মি’সাইল হা’মলায় আতঙ্কে ৫ বার বাঙ্কারে, জানালেন ইস’রায়েলে মার্কিন রাষ্ট্রদূত

পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলার পর ইসরায়েলে শত শত মিসাইল নিক্ষেপ করা হয়েছে। হামলার সময় আতঙ্কে ইসরায়েলজুড়ে বেসামরিক মানুষদের দিকবিদিক ছুটোছুটি করতে দেখা গেছে। এমন পরিস্থিতিতে পাঁচবার বাঙ্কারে আশ্রয় নিতে বাধ্য হন তেলআবিবে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি।

শনিবার (১৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে মার্কিন রাষ্ট্রদূত লেখেন, “ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আমাদের একটি কঠিন রাত কেটেছে। আমাকে পাঁচবার বাঙ্কারে আশ্রয় নিতে হয়েছে।”

তিনি আরও বলেন, “আজ ইসরায়েলে শাবাত—শান্তির দিন। কিন্তু পরিস্থিতি বলে কিছুই শান্ত থাকবে না। আমি সবাইকে নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকার অনুরোধ জানাচ্ছি।”

এর আগে সকালে তেলআবিব ও জেরুজালেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ (Israel Defense Forces) দেশটির নাগরিকদের নিরাপদ স্থানে অবস্থান করতে বলেছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে থাকার আহ্বান জানিয়েছে।

উল্লেখ্য, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের এই পাল্টা আক্রমণকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার নতুন মাত্রা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *