
ওয়াশিংটন, ২৮ জুন — ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে কড়া ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ শুক্রবার (২৭ জুন) একাধিক পোস্টে তিনি খামেনির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন এবং ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন।
ট্রাম্প বলেন, “খামেনি যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম উদ্বেগজনক মাত্রায় নিয়ে যান, তাহলে ইরানের উপর আবারও বোমা হামলার বিষয়টি বিবেচনায় আনা হবে।” একই সঙ্গে তিনি ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনাও বাতিল করেন।
তিনি আরও দাবি করেন, “যুদ্ধ শুরুর সময় আমি খামেনিকে একটি ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলাম।” তাঁর মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার সময় খামেনি চরম বিপদের মুখে পড়েছিলেন।
ট্রাম্পের এসব মন্তব্য আসে ইসরায়েল-ইরান ১২ দিনের সংঘাতের প্রেক্ষাপটে, যার অবসান ঘটে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের একাধিক বোমা হামলার মাধ্যমে, যা ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়। সংঘাতের পর খামেনির দেওয়া প্রথম প্রতিক্রিয়ার জবাবেই ট্রাম্প এই কড়া বার্তা দেন।
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন নির্বাচনের আগে মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের এমন হুমকিমূলক অবস্থান তাঁর পররাষ্ট্রনীতি পুনর্গঠনেরই ইঙ্গিত।