
ইরানের পাল্টা হামলার ফলে ইসরায়েলে ৮ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রভাবশালী পত্রিকা ইয়েদিওথ আহরোনোথ। ইসরায়েলি সম্পত্তি কর ক্ষতিপূরণ তহবিলের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরানের হামলায় ভবন ও যানবাহনের ক্ষতির কারণে এখন পর্যন্ত প্রায় ৩০ হাজার ক্ষতিপূরণের আবেদন জমা পড়েছে।
গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল প্রথমে ইরানের আবাসিক, সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার, পারমাণবিক বিজ্ঞানীসহ বহু সাধারণ নাগরিক নিহত হন।
জবাবে ইরান ব্যাপক পাল্টা হামলা চালায়, যার ফলে ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিপুল সংখ্যক মানুষ নিরাপত্তার জন্য নিজেদের বাড়িঘর ছেড়ে বাংকারে আশ্রয় নিতে বাধ্য হন।
বর্তমানে উভয় দেশই হামলা-পাল্টা হামলায় লিপ্ত রয়েছে। ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় প্রতিক্রিয়ায় পাল্টা জবাব দিচ্ছে ইরান।