
ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ স্থাপনার কাছে আঘাত হেনেছে ইরানের নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে ওই এলাকায় আংশিক বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে। ইসরায়েলি গণমাধ্যম ইয়নেট নিউজের বরাতে খবরটি জানিয়েছে আল জাজিরা।
ইয়নেট নিউজ জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, রবিবার (২২ জুন) প্রথম দফার হামলায় ইরান চারটি পৃথক ভলিতে মোট আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হলেও একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েল ইলেকট্রিক কোম্পানির একটি গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি বিস্ফোরিত হয়।
ইয়নেট আরও জানায়, বিস্ফোরণের কারণে ওই অঞ্চলে অস্থায়ীভাবে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
এদিকে, এই হামলা ইরান-ইসরায়েল উত্তেজনার চলমান ধারা আরও জটিল করে তুলেছে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা।