ইরানকে এখনই শান্তির পথে আসতে হবে: হুঁশিয়ার করলেন ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন, ২১ জুন ২০২৫ | সূত্র: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখনই ইরানকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অন্যথায় ভবিষ্যতে দেশটির আরও অনেক লক্ষ্যবস্তুতে বড় ধরনের সামরিক হামলা চালানো হবে। শনিবার (২১ জুন) স্থানীয় সময় রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দেন।

ট্রাম্প বলেন, “ইরানের মূল পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। আজকের রাতটি ছিল তাদের জন্য সবচেয়ে কঠিন। এখনও আমাদের হাতে অনেক লক্ষ্যবস্তু রয়েছে। যদি দ্রুত শান্তি না আসে, তাহলে পরবর্তী হামলা আরও বড় পরিসরে চালানো হবে।”

ভাষণের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, মার্কিন বিমান বাহিনী সফলভাবে ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে। তিনি লেখেন, “আমরা ফোরডো, নাতানজ এবং এসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোতে অত্যন্ত সফল হামলা করেছি। বর্তমানে আমাদের বিমানগুলো ইরানের আকাশসীমার বাইরে, নিরাপদে ফিরছে। ফোরডো স্থাপনায় সম্পূর্ণভাবে আঘাত হানা হয়েছে।”

ট্রাম্প আরও বলেন, “বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এমন অভিযান চালাতে পারেনি। আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন জানাই। এখনই শান্তির সময়!”

এর আগে গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সামরিকভাবে জড়াবে কি না, সে সিদ্ধান্ত নেওয়া হবে দুই সপ্তাহের মধ্যে। তবে ঘোষিত সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানে সরাসরি মার্কিন হামলার দাবি এলো তার কাছ থেকেই।

বিশ্লেষকরা মনে করছেন, এই হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্ববাসী এখন নজর রাখছে—ইরান এ হামলার কী জবাব দেয় এবং আগামী দিনে এই সংঘাত কোন দিকে গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *