
অবশেষে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় সকালে এয়ার ফোর্স ওয়ান থেকে নেমে তিনি দেশটির মাটিতে পা রাখেন। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে তাকে স্বাগত জানানো হয়। তার আগমনের মুহূর্তে বাজানো হয় ব্যান্ডের ট্রাম্পেট সংগীত।
সিঁড়ি বেয়ে নামার পর ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হাত মেলান এবং হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করেন।
এর আগে, রোববার (১২ অক্টোবর) আকাশপথে যাত্রাকালে এয়ার ফোর্স ওয়ান থেকে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু একজন যুদ্ধকালীন সময়ের প্রধানমন্ত্রী। তিনি চমৎকার কাজ করছেন। আমাদের মধ্যে কিছু মতপার্থক্য ছিল, তবে সেগুলো দ্রুতই সমাধান হয়েছে।”
এছাড়া ট্রাম্প তার বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, কুশনার গত সপ্তাহে ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
সূত্র: সিএনএন নিউজ