২২ জুন পাস হবে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

ঢাকা, ৪ জুন:
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট চলতি মাসের ২২ তারিখে পাস হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা বলেন, “ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে ছুটি শুরু হচ্ছে। যদিও ঈদের ছুটি এবার টানা ১০ দিন হতে পারে, তবে এর ফলে অর্থনীতিতে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।”

তিনি আরও জানান, বাজেটের ওপর প্রতিক্রিয়া ও মতামত ঈদের পর পর্যালোচনা করা হবে এবং সবদিক বিবেচনা করেই ২২ জুন চূড়ান্তভাবে বাজেট পাস করা হবে।

উল্লেখ্য, গত ২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব উত্থাপন করেন। এটি দেশের ৫৪তম জাতীয় বাজেট, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম এবং অর্থ উপদেষ্টার নিজস্ব প্রস্তাবিত বাজেট।

এই বাজেট রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির পর ১ জুলাই থেকে কার্যকর হবে।

প্রস্তাবিত বাজেটটি চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের (৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা) তুলনায় ৭ হাজার কোটি টাকা কম। অর্থাৎ, দেশের ইতিহাসে এই প্রথমবার বাজেটের আকার হ্রাস পেল।

২০২৫-২৬ অর্থবছরের জন্য রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা এবং প্রস্তাবিত বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, যা জিডিপির ৩.৬২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *